Blog

আতর ব্যবহারের নিয়ম:

আতর ব্যবহারের নিয়ম- আতর আমাদের প্রায় সবারই খুব পছন্দের একটি নিত্য ব্যবহার্য দ্রব্য৷ সাধারণ পারফিউম আর আতরের মধ্যে মৌলিক পার্থক্য হলো উপাদান হিসেবে এলকোহলের ব্যবহার। আতরের মধ্যে এলকোহল থাকেনা বলে আমরা স্বস্তিতে আতর ব্যবহার করতে পারি। অনেকে বিভিন্ন দামী আতর ব্যবহারের পরও প্রত্যাশিত সুঘ্রাণ না পাওয়ার অভিযোগ করে থাকেন। অথচ এমন হওয়ার কথা না৷ ভালো কোয়ালিটির আতর আপনাকে নি:সন্দেহে সুঘ্রাণের নিশ্চয়তা দেবে কিন্তু তারপরও কেনো প্রত্যাশিত ঘ্রাণ পাওয়া যায় না? এর উত্তর হচ্ছে আতরের ব্যবহার পদ্ধতি৷ আমরা আতর অনেকেই ব্যবহার করি যাচ্ছেতাইভাবে ডলে ঘষে। কিন্তু আসলেই কি আতর যাচ্ছেতাইভাবে ব্যবহার করলেই হয়? আসুন জেনে নিই কীভাবে আতর ব্যবহারের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ সুঘ্রাণের নিশ্চয়তা পাবেন। প্রতিটি কোয়ালিটি আতরেই সাধারণত তিনটি নোট থাকে- টপ নোট, মিডল নোট, বেস নোট৷ এই তিনটা নোটে ভিন্ন ভিন্ন সুবাসের নির্যাস থাকে। আতর ব্যবহারের ক্ষেত্রে যদি তিনটা নোট ভালোভাবে মার্জ হয় বা মিশ্রিত হয় তাহলে সর্বোচ্চ সুঘ্রাণের নিশ্চয়তা আপনি পাবেন৷ সাধারণত আমরা আতর দুইভাবে ব্যবহার করি। ১/কাপড়ে ২/ত্বকে, বিশেষ করে হাতে বা নাকে অথবা কানের লতিতে। কাপড়ে ব্যবহারের ক্ষেত্রে যদি স্প্রে আতর হয় সেক্ষেত্রে আপনি কাপড়ের যে অংশে ব্যবহার করতে চান তার থেকে অন্তত ৫-৬ ইঞ্চি দূরত্বে রেখে স্প্রে করা ভালো। এতে করে পুরো সারফেস এরিয়ায় আতর পৌছাতে পারে। আর যদি স্প্রে ছাড়া আতর ব্যবহার করেন সেক্ষেত্রে এমনভাবে আতর দেয়া উচিৎ নয় যেন অল্প একটু জায়গা আতরে ভিজে থাকে। কাপড়ের সারফেস এরিয়া বা কতটুকু অংশে আপনি আতরটাকে ছড়িয়ে দিচ্ছেন সেটা মূখ্য। এক্ষেত্রে আপনি দুই হাতের তালুর উপরিভাগে একটু আতর মেখে কাপড়ে ঘষে দিতে পারেন। আবার আতরের ব্যবহার নির্ভর করবে আপনার চাওয়ার উপরও৷ আপনি যদি সর্বক্ষণ আতরের সুবাস আপনার নাকে থাকুক এমনটা চান তাহলে বুক এবং বুকের উপরের অংশে যেকোন জায়গায় আপনি আতর ব্যবহার করতে পারেন৷ (যেমন শার্ট কিংবা পাঞ্জাবীর কলারে, দাড়িতে, ঘাড়ের নিচে) অনেকে আবার হাতের তালুর উলটো পৃষ্ঠেও আতর দেয়, সেক্ষেত্রে হাত থেকে সুঘ্রাণ আসতে থাকে। কোন পার্টি বা অনুষ্ঠানে গেলে এমনটা করা যেতে পারে যেখানে অনেক মানুষের সাথে হ্যান্ডশেক বা মুসাফাহ করার প্রয়োজন হয় সাধারণত। এক্ষেত্রে আপনার আতরের সুবাস আরেকজনকেও মোহাবিষ্ট করতে পারে। তবে সবচেয়ে ভালো হয় পাঞ্জাবী কিংবা শার্টের মাঝামাঝি অংশে আতর ব্যবহার করা। উপরে বর্ণিত নিয়ম অনুযায়ী দুই হাতের তালুতে আতর নিয়ে একটু বেশি সারফেস এরিয়া তে ভালোভাবে ঘষে ব্যবহার করা। এতে করে আতরের তিনটা নোটের সুঘ্রাণই আপনি এবং আপনার চারপাশের মানুষ পাবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *